ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবি’র ইইই ক্লাবের নেতৃত্বে রুহুল-সৌরভ 

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৭, ৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ‘ইইই ক্লাব অব এইচএসটিইউর’ নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে সৌরভ আহমেদ নির্বাচিত হয়েছেন।

বুধবার  (৪ জানুয়ারি ) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মো. জামিল সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাসনাত রহমান শান্ত, মোঃ মেহেদী হাসান উৎসব, রাজা আগারওয়াল, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রাউফ ইবনে রফিক দ্বীপ, মিরাজ বিন সাইফুল, লাবাইদ ফেরদৌস।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মো. রাকিব হাসান, সহ-প্রচার সম্পাদক মো.জাহিদ হোসাইন রাব্বি, মো. মিজু ইসলাম, মেহেদী হাসান মাহিম, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. হাসান মারুফ লিমন, সহ-সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লামিয়া করিম কওমী, সাইম মাহমুদ, জয় বণিককে মনোনীত করা হয়েছে। 

এছাড়া সিনিয়র কার্যকরী সদস্য ১ জনসহ ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ বলেন, “আগামী দিনের আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর স্মার্ট জেনারেশন তৈরির ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ হিসেবে দেশের প্রতিটি প্রযুক্তি সেক্টরে সামর্থ্যের প্রমাণ রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করবে ইইই ক্লাব। অতীত ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর যে সকল আয়োজন থাকে সেগুলো বহাল থাকবে পাশাপাশি নতুন সংযোজন হিসেবে জব ফেয়ার, ক্যারিয়ার মেলাসহ আরও কিছু উদ্ভাবনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

“শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি গ্র্যাজুয়েটস অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে ইইই ক্লাব।"

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি